কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অপর দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২১৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১৮০ জন করোনা রোগী রয়েছে। এ ছাড়া ৩৮ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
অপরদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের ১৫তম দিনে মানুষেরা নানা অজুহাতে শহরে প্রবেশ করছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, দোকান-পাট বন্ধ থাকলেও কোনো কারণ ছাড়াই শহরে প্রবেশ করছে অনেক মানুষ।