ঝিনাইদহে লকডাউনের বিপক্ষে ব্যবসায়ীদের বিক্ষোভ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো ঝিনাইদহেও চলছে লকডাউন। গতকাল সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে গণপরিবহণ, দোকানপাটসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে দোকানপাট বন্ধ রাখতে রাজি না ঝিনাইদহের ব্যবসায়ীরা। লকডাউন পরিস্থিতির বিপক্ষে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে শৈলকুপা উপজেলার ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে তারা। উপজেলা শহরের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল সোমবার দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছিল কালীগঞ্জ উপজেলা শহরের ব্যবসায়ীরা।
এদিকে, জেলা শহরে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও উপজেলা পর্যায়ে সরকারের ১৮ দফা নির্দেশনা মানা হচ্ছে না। হাট- বাজারগুলোতে ভিড়ের মধ্যে বেচাকেনা চলছে। প্রচার-প্রচারণা চললেও ক্রেতা-বিক্রেতারা সচেতন হচ্ছে না।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আজ নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের উপপরিচালক ডা. হারুন অর রশীদ জানান, হাসপাতালে এই মুহূর্তে ২৬ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২১ জন।
আগামীকাল বুধবার থেকে হাসপাতালের পুরাতন ভবনে ৫০ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হবে বলে জানান ডা. হারুন অর রশীদ।