কুষ্টিয়ায় পুকুরপাড় থেকে নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফরোজা খাতুন ওরফে পায়রা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রাম থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত পায়রা ডাঁসা গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পায়রা প্রায় ৩০ বছর ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহত পায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মৃত ওই নারীর গলায় জোড়া ওড়না পেঁচানো ছিল। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।