কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বারুইপাড়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় সাগর (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে ইবি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সাগর উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ফারুক মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর পেশায় রাজমিস্ত্রি। গতকাল সোমবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পায়নি। আজ সকালে শ্যামপুর বারুইপাড়ার কলাবাগানের কাঁঠাল গাছে সাগরের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
ইবি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ জানান, সাগরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।