কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতি, মোবাইল-অর্থ লুটের ঘটনায় গ্রেপ্তার ৩
সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা তিন জন হলেন—আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রোববার একদল ডাকাত সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ঢুকে প্রথমে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমারসহ খামার কর্মীদের মোবাইল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় খামারের সুপারভাইজার রকিবউজ্জমান সাভার মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করেন। পরে ছায়া তদন্তে নামে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
এর মধ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কলমা এলাকায় অভিযান চালিয়ে আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়।