খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে ওলামা দলের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে কোরআন শরিফ খতম ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ওলামা দল। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এই দোয়া মাহফিল হয়। সাতদিন ধরে পবিত্র কোরআন শরিফ সাতবার খতম দেওয়া হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আবদুর রহিম, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, মহিলা দলের সুলতানা আহমেদ, বিএনপিনেতা আব্দুল হালিম খোকন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।