খালেদা জিয়া কখনও আ.লীগের ওপর নিষ্ঠুরতা করেননি : রিজভী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রাজধানীর নয়াপল্টনে আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে রুহুল কবীর রিজভী এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।
রুহুল কবীর রিজভী বলেন, ‘খালেদা জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য।’
বিএনপির চেয়ারপারসনের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এর সম্পূর্ণ দায় তাঁকে নিতে হবে। অনিয়ম, দুর্নীতি আর অপরাধের কারণে প্রধানমন্ত্রী নিরাপদ নন।’
রুহুল কবীর রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর কিছু হলে জনগণ মেনে নেবে না।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজ ওয়ার্কিং ডে হাওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম, এখানে নিরাপত্তার বিষয় থাকে, যে কারণে আমরা তাঁদের বুঝিয়েছি।’