খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ নিয়েছেন। সামনে দ্বিতীয় ডোজ নেবেন।’
কবে দ্বিতীয় ডোজ নেবেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘সেটা চিকিৎসকরা বলতে পারবেন। আমি এই বিষয়ে জানি না।’
এ সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আগামী ১৯ আগস্ট টিকা নেওয়ার একটা তারিখ রয়েছে।
গত ১৯ জুলাই খালেদা জিয়া করোনার টিকার প্রথম ডোজ নেন।
এর আগে এ বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’র আরও আটজন ব্যক্তিগত কর্মীও করোনায় আক্রান্ত হন।
এরপর ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তাঁর শারীরিক জটিলতা থাকায় তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ১৯ জুন এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেন তিনি।