এমিরেটসের বিশেষ অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শারিরীক সুস্থতার ওপর ভিত্তি করে বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত ১০টায় কাতার এমিরেটসের বিশেষ অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ২০২১ সালের ১০মার্চ থেকে বিভিন্ন সময় করোনা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘসময় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। উনার চিকিৎসায় দেশ ও দেশের বাইরের চিকিৎসকরা যুক্ত ছিলেন বোর্ডে। চিকিৎসকরা বিভিন্ন সময় বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ২০২৩ এর ২৩ অক্টোবর বাল্টিমোরের জন হপকিন্সের তিনজন চিকিৎসক দেশে এসে চিকিৎসা করেছিলেন।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এ ছাড়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক থাকবেন। লম্বা জার্নিটা যেনো সুস্থতার সঙ্গে করতে পারেন সে জন্য দোয়া করবেন। খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। ওনাদের পরামর্শ ক্রমে পরবর্তী সিদ্ধান্ত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডন বিমানবন্দরে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। চিকিৎসা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া।
চিকিৎসা সম্পর্কে ডা. জাহিদ বলেন, লিভার সিরোসিস গ্রেড দুই ছিল। টিপস পদ্ধতিতে চিকিৎসা হয়েছে। কিন্তু সেটার অবজারভেশন হার্টে ব্লক ছিল সেটার, ক্রনিক কিডনি ডিজিস, করোনা পরবর্তী জটিলতা, আরও যদি কিছু করা যায়। ওনার বয়স অনুযায়ী ট্র্যান্সপ্ল্যান্ট হবে কি না সেটা যাওয়ার পর বোঝা যাবে। সুস্থ থাকলে ফেরার সময় সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন। একটা মানুষকে কিভাবে একাকিত্ব-দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দেওয়া যায় তার উদাহরণ বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করবে।