খুলনায় জুট মিল শ্রমিকদের অনশন, সড়ক অবরোধের ঘোষণা
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন বন্ধ থাকা ব্যক্তি মালিকানাধীন জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর বয়রায় বিভাগীয় শ্রম দপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বন্ধ থাকা ব্যক্তি মালিকানাধীন জুট মিল মহসেন, সোনালী, অ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষে এই অনশন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন।
অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি জুট মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হলেও বেসরকারি জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শ্রম আইন অমান্যকারী মিল মালিকদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর ফুলবাড়ী গেটে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল এবং ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করা হবে।