খুলনায় বন্ধ জুট মিল চালু ও বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন
বিজেএমসির নিয়ন্ত্রণাধীন জুট মিল চালু ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে খালিশপুরের বিএডিসি সড়ক ও শিরোমনিতে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
আজ মঙ্গলবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
খালিশপুর জুট মিলের সামনে পাটকল রক্ষা কমিটি ও বাসদনেতা রুহুল হকের সভাপতিত্বে শ্রমিকরা মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সব জুট মিল খুলে দেওয়া এবং বকেয়া মজুরি পরিশোধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী ২২ আগস্ট থেকে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অন্যদিকে শিরোমনিতে আলিম জুট মিলের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শ্রমিকনেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধন থেকে বকেয়া মজুরি পরিশোধ, বিজেএমসিরসহ বেসরকারি জুট মিলগুলো চালু করার দাবি জানানো হয়।