গাজীপুরে কলোনিতে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। উপজেলার কালামপুর এলাকায় আজ সোমবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম এ তথ্য জানিয়েছেন।
কবিরুল আলম আরো জানান, ওই কলোনিতে অগ্নিকাণ্ডে ৪০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। ওই তিনজন হলেন মুন্নি, ফরহাদ ও মিলন। এ ছাড়া অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিরা সবাই স্থানীয় পোশাক কারখানার কর্মী।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।