গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার উত্তর ভাংনাহাটি ও উজিলাব এলাকার স্কয়ার স্পিনিং মিলস্ নামের একটি প্রতিষ্ঠানের তুলার গুদামে এ আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে শ্রীপুর পৌরসভার উত্তর ভাংনাহাটি ও উজিলাব এলাকার স্কয়ার স্পিনিং মিলস্ নামের ৫৫ হাজার বর্গফুটের একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।