গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর ভোগরা বাসন সড়ক এলাকায় একটি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আজ সোমবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।