গাজীপুরে স্ত্রীর শরীরে আগুন, স্বামী পলাতক
গাজীপুর মহানগরে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর শরীরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মহানগরের কোনাবাড়ীর সেলিমনগর এলাকায় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম স্বাধীন। তিনি স্থানীয় কেয়া স্পিনিং মিলস লিমিটেডের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন। বর্তমানে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিমনগর এলাকার একটি বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন ওই গৃহবধূ। তাঁর স্বামী স্বাধীন স্থানীয় কেয়া স্পিনিং মিলস লিমিটেডের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে গতকাল রোববার বিকেলে স্ত্রীর পরিহিত কাপড়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যান স্বাধীন। এতে গুরুতর দগ্ধ হন তাঁর স্ত্রী। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে কোনাবাড়ী শরিফ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আগুনে ওই গৃহবধূর শরীরের ৪০ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘গৃহবধূর গায়ে আগুন দেওয়ার খবর হাসপাতাল থেকে জানতে পেরেছি। ঘটনা জানার জন্য একজন অফিসারকে (এসআই) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গৃহবধূর পক্ষ থেকে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’