গাজীপুরে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সন্ধ্যার পর শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া এলাকার আউটপেস স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর, শ্র্রীপুর, ভালুকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। কারখানার তুলার গোডাউনে লাগা আগুন নেভাতে সময় লাগবে বলে জানান তারা। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।