গুম-খুনের শিকার পরিবারগুলোর কান্না বৃথা যেতে পারে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরেও দেশে সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গুম করা হচ্ছে। গুম-খুনের শিকার পরিবারগুলোর কান্না বৃথা যেতে পারে না। বাংলাদেশের মানুষ এ গুম-খুনের মধ্যে চুপ করে থাকবে না।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করতে এ অনুষ্ঠান আয়োজন করে বিএনপি।
অনুষ্ঠানে গুম হওয়া এক ব্যক্তির মেয়ে সাফার কথা স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাফার বলার পর আর কোনো কথা বলার অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাই-বাবাকে দেখতে পান না, কথা বলতে পারেন না।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস, আরেকদিকে দুর্নীতি। এ দুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। স্বাধীনতার পরবর্তী সময়ে তারা সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। এই পরিবারগুলোর কান্না কখনও বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ গুম খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না। তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন, গুম ও খুনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ; সবাই কথা বলছে। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘উন্নয়নের নামে এই শাসকগোষ্ঠী বৈষম্য সৃষ্টি করেছে। একদিকে তারা বাড়ি-গাড়ির মালিক হয়েছে। ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে বাড়ি করে বিলাসী জীবনযাপন করছে। অন্যদিকে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। তবুও পাচ্ছে না। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হাতের নাগালের বাইরে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও বিএনপিনেত্রী শাম্মি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন।