গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। উপজেলার ভাঙ্গারহাট বাজারে গতকাল শনিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নজরুল ইসলাম আরো জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে ভাঙ্গারহাট বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গিয়ে ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।