গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুই শিশুসহ এক পরিবারের চার জন দগ্ধ হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর।’
দগ্ধরা হল—মো. সোলায়মান হোসেন (৪৪), স্ত্রী রিমা আক্তার (৩০), ২ সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) এবং মাহমুদুল হাসান আরশ (৫)।
বাচ্চু মিয়া বলেন, ‘শুনেছি ভোরে সোলায়মান হোসেনের ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে তাঁর স্ত্রী রিমা রান্না ঘরে পানি গরম করতে যান। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়।’
ঢামেক সূত্রে জানা গেছে, সোলায়মান কাপড়ের ব্যবসা করেন। তাঁর ছেলে মাহিদ স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে আরশকে এখনও স্কুলে ভর্তি করা হয়নি।
বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, দগ্ধ সোলায়মানের ৯৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ, রিমার ১৫ শতাংশ এবং আরশের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।