চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু
চট্টগ্রাম ইপিজেড হালিশহরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনায় দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে প্রায় শতাধিক দোকান ও ঘর। পরে পরে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, হালিশহর ধুমপাড়া রেল বিট বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা বাজারের অন্যান্য দোকান ও পরে পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে।
জানা যায়, যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো পৌঁছাতে না পারায় কয়েক ঘণ্টায় পুড়ে যায় বাজারের শতাধিক দোকান ও বস্তি ঘর।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস জানান, আগুনে আমিরুল্লাহ হালদার নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি অন্ধ ও প্রতিবন্ধি ছিলেন বলে জানা গেছে।