চিৎকার শুনে গিয়ে দেখেন গলাকাটা মরদেহ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জাকির হোসেন জানান, পূর্বাচল ২৬ নম্বর সেক্টরে সড়কের পাশে ‘বাঁচাও বাঁচাও’ বলে এক ব্যক্তি চিৎকার করছিল। এ সময় ওই সড়ক দিয়ে এক নৈশ প্রহরী যাওয়ার সময় ওই ব্যক্তির চিৎকার শুনতে পায়। এ ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম মিয়াকে মুঠোফোনে জানান তিনি। পরে ইউপি সদস্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে গলাকাটা মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করলেও তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সের অজ্ঞাত ওই ব্যক্তির পরনে লাল রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ইজিবাইক চালক। ছিনতাইকারীরা তাকে হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।