জামালপুরের শিক্ষকের মরদেহ সাভারে উদ্ধার
সাভারে জামালপুর জেলার নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মুসনুর আরমানের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে শিক্ষক আরমান আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। গভীর রাতে অতিরিক্ত মদ্যপানে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় তাঁকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ শিক্ষক আরমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক রুবেল মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ওই শিক্ষকের মৃত্যুর রহস্য জানা যাবে।’