জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে দুদকের মামলা চলবে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিবরণ নোটিশ দেওয়া সত্ত্বেও দাখিল না করায় দুদকের মামলা স্থগিত করে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২ জানুয়ারি) এ রায় দেন।
একইসঙ্গে এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। জয়নুল আবদিন ফারুকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
জয়নাল আবদিন নিজের, স্ত্রী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল না করায় দুর্নীতি দমন ব্যুরো-এর পরিদর্শক মো. আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন।
এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করলে আদালত ২০১০ সালের ১ জুন রুল জারি করেন এবং মামলার ওপর স্থগিতাদেশ দেন। সে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য দুদকের পক্ষে আবেদন করা হয়।