জয়পুরহাটে ট্রাফিক পুলিশকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৬
জয়পুরহাটে সর্বাত্মক লকডাউন সফল করতে দায়িত্ব পালনকালে মাস্ক না পরা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় তিন ট্রাফিক পুলিশকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট শহরের চিনিকল সড়ক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গতকাল রাতেই তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লার সান্টু মণ্ডল, সাহেবপাড়া মহল্লার চঞ্চল হোসেন, রূপনগর মহল্লার সাগর হোসেন, গুলশান মোড় এলাকার আশিকুর রহমান, সাহেবপাড়া মহল্লার শুভ ও সোহাগ।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল লকডাউডনের দ্বিতীয় দিনে জয়পুরহাট শহরের চিনিকল (বিআইডিসি) সড়ক মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে দিয়ে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সান্টু নামের এক মোটরসাইকেল আরোহী যুবককে ট্রাফিক পুলিশ বাধা দেয়। তারা তাকে তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে ওই সময় সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক সেখানকার দায়িত্বরত তিন ট্রাফিক পুলিশকে মারপিট করে আহত করে। পরে স্থানীয় পথচারী ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ অবস্থায় ব্যারাকে আছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রাতে শহরের বিভিন্ন স্থান থেকে ছয় যুবককে আটক করা হয়। এ ব্যাপারে আজ শুক্রবার সকালে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।