ঝিনাইদহে স্বর্ণের গহনাসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি করে অবৈধ স্বর্ণের গহনাসহ ফয়সাল নামের এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ডিজাইনের স্বর্ণালংকার জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক যাত্রী ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে ৬৪০ গ্রাম ওজনের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালংকার জব্দ করা হয়। পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে স্বর্ণালংকারগুলো ঢাকায় পাচার করছিলেন তিনি। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গডফাদারকে তালাশ করছে পুলিশ।
তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির ওসি।