ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ভিজছে রাজধানীর সড়ক মহাসড়ক, সড়কের পাশের গাছপালা, ভবনের ছাদ। এতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে নগরবাসীর মধ্যে, নেচে উঠেছে মন। তাই রাতের আঁধারেও ভিজতে ভিজতে পথ চলতে দেখা গেছে অনেককে। আবহাওয়া অধিদপ্তর আগেই এমন পূর্বাভাস দিয়েছিল। বলেছিল, ঢাকাসহ চার জেলার অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি। সন্ধ্যা ৬টার এমন আভাসের পর রাত ৯টার দিকে বইতে শুরু করে দমকা হাওয়া, আর তার পরপরই ভিজিয়ে দেয় রাজধানীকে।
আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিন রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ৩৭ দশমিক সাত ডিগ্রি সেললিয়াস ছিল সেখানে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও নিকলিতে ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।