ডিএমপির ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
বদলির তালিকায় আছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজরুল রহমান, মো. জুনায়েদ আলম সরকার, মহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফউল্লাহ, মো. নাজমুল হক ও মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা ও মো. তারেক সেকেন্দার।