ডিএমপির দুই যুগ্ম কমিশনারকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদে দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুনকে পিওএম হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আরেক আদেশে বলা হয়েছে, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জায়েদুল আলমকে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে বদলি করা হয়েছে।