ঢাকায় একদিন এগোলো বিএনপির কর্মসূচি
গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগরে পূর্বঘোষিত পদযাত্রার তারিখ পরিবর্তন করে একদিন এগিয়েছে বিএনপি। আগের ঘোষণা অনুযায়ী ১৮ ফেব্রুয়ারির ওই কর্মসূচি এক দিন আগে ১৭ ফেব্রুয়ারি পালিত হবে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কথা জানান।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ওই কর্মসূচির তারিখ পূণর্বিন্যাস করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথক পৃথক পদযাত্রা শুরু হবে। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরে আগের নির্ধারিত সময়েই শনিবার পদযাত্রা শুরু হবে।’
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব মহানগরের নেতাকর্মী, সমর্থকদের পদযাত্রায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান প্রিন্স। একই সঙ্গে তিনি মহানগরবাসীসহ নেতাকর্মীদের নির্ধারিত তারিখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের জীবন-জীবিকা রক্ষা, জনদূর্ভোগের প্রতিবাদসহ ১০ দফার আন্দোলন বেগবান করার আহ্বান জানান।