ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আজ বৃহস্পতিবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ঘটনার সময় সন্দেহভাজন হিসেবে তাঁদেরকে আটক করা হয়।
বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মওদুত হাওলাদার বলেন, ‘ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আটক দুজন থানা হেফাজতে আছেন। তাঁদের মধ্যে একজন ছাত্রদলকর্মী, অন্যজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন।’
মওদুত হাওলাদার জানান, সাংবাদিক পরিচয়দানকারী ওই ব্যক্তি পুলিশকে ঢাকা প্রেসক্লাবের সদস্য বলে দাবি করেছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তিনি ফেসবুকে লাইভ করছিলেন। যে ফেসবুক আইডি বা পেজটি বিএনপির নাম যুক্ত করে চালানো হয়। ওই ব্যক্তিকে ছাত্রলীগ পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
মওদুত হাওলাদার বলেন, ‘দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ মামলা করেনি।’
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষে উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। একপর্যায়ে ছাত্রদলকর্মীরা পিছু হটে সুপ্রিম কোর্টের ভিতরে অবস্থান নেন। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদমিনারে অবস্থান নেন।
আজ সকাল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এসময় দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক ও লোহার রড হাতে দেখা যায়।