ঢাবিতে ভর্তিচ্ছুদের কলম-ফুল দিল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ফুল ও কলম বিতরণ করেছে ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, টিএসসি ও কার্জন হল এলাকায় ফুল ও কলম বিতরণ করে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব মজুমদার, সোহেল, এ বি এম এজাজুল কবির রুয়েল, আরিফ হোসেন, রনি প্রমুখ।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র সমাজের প্রাণের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটি বর্তামানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এদেশের সব ছাত্রসমাজের মনের মাঝে জায়গা করে নিয়েছে।
ছাত্রদলনেতা বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এদেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের সকল অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিল। তারই ধারাবাহিকতায় ২০২০-২১ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ফুল ও কলম বিতরণ করা হয়েছে।