তিন দিনের কর্মবিরতিতে বন্ধ ট্রাক ও কাভার্ডভ্যান
কাভার্ডভ্যান, ট্রাক প্রাইমমুভার মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু হয়েছে। ১৫ দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার এ ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো সংবাদ
এ বি এম ফজলুর রহমান, পাবনা : পাবনাতে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহণ না করতে পারায় দুর্ভোগে পড়েছে অনেক মানুষ। আজ সকাল ৬টা থেকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দাবি আদায়ে বিক্ষোভ করে।
তবে জরুরী পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এ ধর্মঘটের আওতামুক্ত ছিল। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ শামসুর রহমান খান মানিক, বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক কবির, ড্রাম ট্রাক মালিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি হাজি ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ট্রাকশ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি শহিদুল্লাহ শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইছাকসহ অনেকেই।
এদিকে, ধর্মঘট চলাকালে দূরদূরন্ত জেলা থেকে ছেড়ে আসা ট্রাক ও কার্ভাডভ্যান আটকে দেওয়ায় দুর্ভোগে পড়তে হয় চালক হেলপারসহ পণ্য আমদানিকারকদের।
কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন বলেন, ‘দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা গুরুত্ব না দেওয়ায় এখন এসব ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানো হবে।’
আকতার ফারুক শাহিন, বরিশাল : বরিশালে কর্মবিরতি পালন শুরু করেছে বাংলাদেশ ট্রাকচালক ফেডারেশন। এতে যোগ দিয়েছে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ফলে আজ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বন্ধ থাকে পণ্যবাহী যান চলাচল।
বরিশাল জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি সিটি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, ‘ধর্মঘট চলাকালে কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চলতে দেওয়া হবে না। আমরা বাধ্য হয়েই ১৫ দফা দাবি আদায়ে ধর্মঘটের ডাক দিয়েছি। মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।’
বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি এবং পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি করা হয়। এগুলো বন্ধ করতে হবে। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’
এদিকে, ধর্মঘট সমর্থনে আজ দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বিমানবন্দর মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম, কোষাধ্যক্ষ আব্দুল হালিম চান, লাইন সম্পাদক সরোয়ার বিশ্বাস, শাহিন গাজী, হুমায়ুন কবির প্রমুখ।
হালিম খান, নাটোর : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নাটোরে ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে। তবে সাংগঠনিক তৎপরতা না থাকায় নাটোরে এ কর্মসূচি পালন হচ্ছে অনেকটা ঢিলেঢালাভাবে। সড়কে চলছে ট্রাক কাভার্ডভ্যান।
জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলম জানিয়েছেন, কেন্দ্র থেকে যেভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেভাবেই পালন হবে।