দুর্ঘটনায় জন্ম নেওয়া সেই শিশুর ঠাঁই হলো শিশু নিবাসে
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় ভূমিষ্ঠ শিশুটিকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়ে শিশুকে সমাজসেবা কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায় আজিমপুরে সরকারি শিশু নিবাসে।
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপপরিচালক ডা. মো. ওয়ায়েজ উদ্দিন ফরাজি শিশুকে সমাজসেবার উপপরিচালক ওয়ালীউল্লার কাছে বুঝিয়ে দেন । এ সময় শিশুর দাদা মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। এর আগে ১৮ জুলাই রাতে বেসরকারি লাবিব হাসপতাল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়। শিশুর চিকিৎসায় গঠন করা হয় পাঁচ সদস্যদের মেডিকেল বোর্ড। বোর্ডের সচিব মমেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম শিশুর চিকিৎসার দেখভাল করেন।
জানা গেছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শিশুর মা-বাবা নেই, দাদাও অস্বচ্ছল। তাই ময়মনসিংহ শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুকে ঢাকার শিশু নিবাসে পাঠানো হয়েছে। সেখানে পরিবারের লোকজন তাকে দেখতে যেতে পারবেন, দুই বছর শিশুটি সেখানে থাকবে।
মমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের প্রধান ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘শিশুটি বর্তমানে সুস্থ আছে। তার হাড়ে ফ্যাকচার আছে—সেটা আপনাআপনি ভালো হয়ে যাবে। তাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’