দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসেব জব্দ থাকবে : হাইকোর্ট
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়া প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। পিটিশনার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আমিন উদ্দিন মানিক জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩০৮ টাকা জব্দ করার জন্য দুদক আবেদন করে। ওই আবেদনের শুনানি নিয়ে ঢাকার বিশেষ জজ আদালত ২০২০ সালের ১৬ নভেম্বর তিনটি ব্যাংকের ৪৯টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।
পরে জব্দের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সাবিনা ইয়াসমিন। ওই আবেদনের শুনানি নিয়ে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট কেন খুলে দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট। ফলে তাদের অ্যাকাউন্ট জব্দই থাকবে।