দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিয়ে আন্দোলন করতে চায় বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ১০ দফা দাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সারাদেশে সকল ইউনিয়নে মিছিল করতে প্রস্তুত।
এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য, ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি তাদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করবে। বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
বিএনপির সিনিয়র নেতারা জানান, চলমান সরকারবিরোধী আন্দোলনে তৃণমূল থেকে জনগণকে সম্পৃক্ত করতে দলীয় পদক্ষেপের অংশ হিসেবে শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে তাদের কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছিলেন, ‘আমাদের এবারের কর্মসূচি হবে ইউনিয়ন পর্যায়ে। গ্যাস বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ এবং আমাদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশে ইউনিয়ন পর্যায়ে মিছিল করব।’
গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব ইউনিয়নে তাদের পদযাত্রা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে চলমান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে আমাদের পদযাত্রা কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন নতুন মাত্রা পাবে।
সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল করতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা পর্যায়ের বিএনপি নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে তারা দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা ও উস্কানি দেওয়া থেকে বিরত থাকার জন্য সরকার ও ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান প্রিন্স।
এদিকে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল শাপলা চত্বর অভিমুখে পদযাত্রা শুরু করবে। দুপুর ৩টার দিকে এলডিপি ভাটারা থেকে বাড্ডা লিংক রোড এবং ১২ দলীয় জোট বিজয়নগর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে।
২৪ ও ৩০ ডিসেম্বর গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি মিছিল, ২৫ ও ৪ ফেব্রুয়ারি সমাবেশের পর এটি যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।
এর আগে ১০ দফা দাবি আদায়ে দলটির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা যথাক্রমে ২৮, ৩১, ৩০ ও ১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) আবারও শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপি।