দেশের ১৮ কোটি মানুষ জিম্মি : লেবার পার্টির চেয়ারম্যান
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে বর্তমানে ১৮ কোটি মানুষ জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভোজন রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইরান বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, অর্থপাচার ও প্রতিহিংসার অপরাজনীতির মাধ্যমে সর্বস্তরের শৃঙ্খলা ভেঙে পড়েছে। মুক্তিযুদ্ধের ৫০ বছর পরও দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নেই। একদলীয় আওয়ামী দুঃশাসনে ১৮ কোটি মানুষ আজ জিম্মি হয়ে আছে।’
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতির চরম ক্রান্তিকালে ছাত্রসমাজকে জেগে উঠতে হবে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর ছাত্র গণআন্দোলন, ৯০ এর স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গৌরবময় ইতিহাস রয়েছে ছাত্রসমাজের। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সেই ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র ঐক্য সভাপতি মোশারফ হোসেন, এনডিএম ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েল, জমিয়তে তালাবায়ে আরাবিয়া সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রমিশনের সহসভাপিত শুভ আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।