দেশে উৎপাদিত এসি-ফ্রিজের দাম কমছে
আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু হয়। এবারের বাজেটে দেশে উৎপাদিত রেফ্রিজারেটর, ফ্রিজার, এসির ভ্যাট অব্যাহতি সুবিধা বর্ধিত করা হয়েছে
এবারের বাজেটে দেশে উৎপাদিত এসি-ফ্রিজের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আরও একাধিক পণ্যের দাম কমছে।
অর্থমন্ত্রী বলেন, রেফ্রিজারেটর, ফ্রিজার ও এর কমপ্রেসারের উৎপাদনের ক্ষেত্রে এর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা এক বছরের জন্য বর্ধিতকরণ; এয়ারকন্ডিশনার (এসি) ও এর কমপ্রেসারের উৎপাদনের ক্ষেত্রে এর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা তিন বছরের জন্য বর্ধিতকরণ; মোটর কার ও মোটর ভেহিক্যালের উৎপাদনের ক্ষেত্রে এর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা পাঁচ বছরের জন্য বর্ধিতকরণের প্রস্তাব পেশ করছি।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশীয় শিল্প বিকাশে চলমান গতিশীলতা নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এসব খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখাসহ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব পেশ করছি।’
বৈশ্বিক মহামারি করোনাকালে মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে আজ বাংলাদেশের ৫০তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যার পরিমাণ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এবারের প্রস্তাবিত এ বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।