ধামরাইয়ে ‘পালিত ছেলের শাবলের আঘাতে’ বাবা নিহত
ঢাকার ধামরাই উপজেলায় শাবলের আঘাতে দেলোয়ার হোসেন দিদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুশুরা ইউনিয়নের বোচারবাড়ী গ্রামে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই ব্যক্তির পালিত ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সোহেল রানা (৪৩) ও তাঁর স্ত্রী সোনিয়া বেগম (৩৭)।
এ তথ্য নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ‘সকালে সোহেল রানার সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তাঁর বাবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি শাবল দিয়ে তাঁর বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।