নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খোলা ৯-৪টা
বিদ্যুৎ সাশ্রয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন সময় বেঁধে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে— পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।