নলছিটিতে নৌকার কার্যালয় ভাঙচুর, বহিরাগত গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বরইকরণ গ্রামের বারইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মিরাজ হোসেন (২৮)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চরকালকিনী গ্রামে। তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে এসেছেন বলেও পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী বহিরাগত এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল বরইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের সামনে রাখা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মিরাজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ প্রিন্স জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা নয়। এ ঘটনায় আটজনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।