নাটোরে গায়েবি প্রতিষ্ঠানের নামে বীজের ডিলারশিপের অভিযোগ
ভুয়া প্রতিষ্ঠানের নামে বীজ ডিলারশিপ দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাটোরের বীজ ডিলাররা। আজ রোববার দুপুরে জেলার ১৭ বীজ ডিলার তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ কাছে স্মারকলিপি দেন।
এ সময় ডিলাররা অভিযোগ করেন, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, সংরক্ষণাগার এমনকি কোনো অভিজ্ঞতাও নেই এমন অন্তত সাতটি গায়েবি প্রতিষ্ঠানের নামে লাইসেন্স দিয়েছে নাটোর বিএডিসি বীজ বিভাগ।
গায়েবি এসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স ব্যবহার করে নকল ও ভেজাল বীজ কৃষকদের মধ্যে সরবরাহ করে কৃষিতে বিপর্যয় সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এসব ব্যবসায়ীরা। অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ডিলাররা।
নাটোর বিএডিসির উপসহকারী পরিচালক শাহজাহান আলী জানান, তাকে হয়রানি করার জন্য ডিলাররা এমন অভিযোগ করেছেন।