নেত্রকোনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, আটক ১
নেত্রকোনার মদন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন দিলু (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আল আমিনের সঙ্গে এক বছর আগে জমিতে ধান কাটা নিয়ে একই গ্রামের দেলোয়ারের পরিবারের সঙ্গে ঝগড়া হয়। এরই জের ধরে আজ দুপুরে দেলোয়ার হোসেন পুকুরে গরু গোসল করাতে গেলে প্রতিপক্ষ আল আমিনের সঙ্গে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে দেলোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আল আমিন।
গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে এলাকাবাসী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।