নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে দুর্ভোগ
গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হওয়ায় নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমছে জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টায়। তবে, জেলার এখনও ৬৩ ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি, সেইসঙ্গে বাড়ছে দুভোর্গ। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই ও শিশু-খাদ্যের সংকট।
জেলা স্বাস্থ্য বিভাগ ৯৬টি মেডিকেল টিম গঠন করলেও বন্যার্ত অনেকের অভিযোগ—তারা এখনও কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও শিশু-খাদ্যের কথা ভাবেনি প্রশাসন—অভিযোগ ক্ষতিগ্রস্ত বানবাসি মানুষের।
এদিকে, জেলা প্রশাসনের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, এমপি। তিনি জেলা সদরের কালিয়ারা-গাবরাগাতী ও বারহাট্টার বিভিন্ন স্থানে দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ২০টি বিশেষ টিম গঠন করা হযেছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং সঠিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে কি না, তা সার্বক্ষণিক মনিটরিং করছে।
অপরদিকে, কেন্দুয়ায় বন্যার পানিতে নৌকাডুবির সময় শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের হাওরে ডিঙি নৌকা ডুবে মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম (৩২) জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
অন্যদিকে, বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণের মালামাল চুরির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক করা ইউপি সচিব হলেন, মুছা মিয়া (৪০) ও উদ্যোক্তা নাসিম আহমেদ (৩০)। মুছা মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের বাসিন্দা এবং নাসিম আহমেদ উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা।