পথশিশু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
করোনাকালীন পথশিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশনের’ এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীতে সংগঠনটি বছরপূর্তি উদযাপন করা হয়।
এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সামাজিক সংগঠন। তবে কাজের মাধ্যমে বেশ কয়েকটি সংগঠন নিজেদের আলাদাভাবে পরিচিত করে তুলেছে। এ সব সংগঠনের মধ্যে বর্তমানে খুব জনপ্রিয় পথশিশু ফাউন্ডেশন৷
পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ২০২০ সালের ৩০ মার্চ রাজধানীতে কয়েকজন তরুণের সম্মিলিত চেষ্টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পথশিশু ফাউন্ডেশন। গত ১৭ মাসে সারা দেশে ১৪টি শাখাদল গড়ে তুলেছে ফাউন্ডেশনটি। শাখাদল ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গতকাল শুক্রবার পথশিশু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। করোনাকালীন পথশিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত থেকে মানবতায় বিশেষ অবদান রাখায় শাখাদলগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও ছয়টি সংগঠনকে একইভাবে সম্মাননা দেওয়া হয়।
পথশিশু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপক মিজানুর রহমান খবির, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত আরা, আয়েশা এন্টারপ্রাইজের পরিচালক মোস্তফা কামাল, ইনোভেশন অ্যান্ড প্লানিং, কম্প্রিহেনসিভ হোল্ডিংসের অ্যাসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার তানভীর হায়দার সিদ্দিকী। সার্বিক সহযোগিতায় ছিলেন এ কে খান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডার, জুঁই কেয়ার বিউটি পার্লার, নিউ খাজা জেনারেল স্টোর৷
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশু ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম নয়ন বলেন, সময় খুব দ্রুত চলে গেল৷ মাসের হিসেবে দীর্ঘ ১৭ মাস অতিক্রম করেছে পথশিশু ফাউন্ডেশন৷ সবার সার্বিক সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছি৷ আশা করি, সামনের দিনগুলোতে আমরা সম্মিলিত চেষ্টায় ভালো কিছু করতে পারব৷ আমরা অনেক আগে প্রতিষ্ঠাবার্ষিকী করার পরিকল্পনা করেছিলাম; তবে কোভিড সমস্যার কারণে সম্ভব হয়নি৷ দেরিতে হলেও করতে পেরে আনন্দিত।
পথশিশু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ রাজু (এএস) বলেন, আমরা একত্রে ১৭ মাস ছিলাম৷ তবে অনেকে দূর-দূরান্তে ছিলাম৷ আজকের দিনে আমরা এক হতে পেরেছি এজন্য অবশ্যই ভালো লাগছে৷ আমাদের প্রত্যেকের সম্পর্ক প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলার মধ্য দিয়ে আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি৷ সবার সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে পথশিশু ফাউন্ডেশন।
গত ১৭ মাসে প্রায় ২০০টিরও বেশি কর্মসূচি পালন করেছে সংগঠনটি৷ যার মধ্যে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য ও তৈরি পোশাক প্রদান অন্যতম৷ এ ছাড়া অসুস্থ রোগীকে আর্থিক সাহায্য, পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান, বৃদ্ধদের নিত্যপ্রয়োজনীয় বাজার করে দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নকরণ, রিকশাচালকদের মাঝে মৌসুমি ফল বিতরণ ইত্যাদি।