পাটুরিয়ায় গাড়ির চেয়ে যাত্রীর চাপ বেড়েছে
কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিতে পার হচ্ছে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি।
গার্মেন্টসসহ শিল্পকারখানা আগামীকাল থেকে খুলে দেওয়ার ঘোষণায় ঢাকামুখী যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা দেখা গেছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা নদী পার হয়ে মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার শতশত মানুষ নবীনগর, সাভার, গাজীপুর ও ঢাকায় যাচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি পণ্যবাহী পরিবহন, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টির মধ্যে সাত থেকে আটটি ফেরি চালু রাখা হয়েছে। এছাড়া, আরিচা-কাজিরহাট নৌপথে চালু আছে তিনটি ফেরি। ফেরিতে যখন জরুরি পণ্যবাহী পরিবহন উঠছে, তখন ব্যক্তিগত গাড়ি ও যাত্রীরা উঠে পড়ছেন। এক রকম বাধ্য হয়েই তাদের পার করতে হচ্ছে।’