পাবনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ মোল্লা ওই গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই আফতাব মোল্লার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে তাদের কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ আফতাব মোল্লা ধারালো অস্ত্র নিয়ে রশিদ মোল্লার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে আহত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’