পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ৩টি ঘর পুড়ে গেছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। মঠবাড়িয়া পৌর শহরের সদর রোডে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের সদর রোডে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। পরে ভান্ডারিয়া ও পাশের বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে পুড়ে যায় একটি হোটেল, স্টুডিও, লাইব্রেরি, মুদি দোকান, ফল ও কাপড়ের দোকান। এ সময় দোকানের সঙ্গে থাকা তিনটি বসতঘরও পুড়ে যায় বলে জানান স্থানীয়রা।
ফায়ার সার্ভিস এখনও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি। তবে, স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।