প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, হত্যাকারীর আত্মসমর্পণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই পাতানো মামা আরিফ হোসেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মো. আরিফ হোসেনকে (২৪) আটক করেছে।
আটক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
নিহত মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ৪টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এরপর স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে গিয়ে ঘাতক আরিফ হোসেন থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনার স্থলে এসে লাশ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, অবৈধ পরকীয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী থানায় নিজে এসে আত্মসমর্পণ করেন।