প্রেসক্লাবে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় মামলা
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ।
৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গ্রেপ্তার করা ১২ জনকে আদালতে তোলা হবে।’
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে, কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর প্রেসক্লাবে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।