বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানির সংকট
বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আজ বৃহস্পতিবার জেলা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ গ্রামের প্রায় ৪৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এ ছাড়া প্লাবিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
এদিকে, সরকারিভাবে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয় প্রতিনিধিরা। এ ছাড়া বন্যার পানিতে ৫৪১ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।